এই একটি পাতাই আপনার blood sugar control এ রাখবে
চিনি, গুড়, মধু - কেউ কারো blood sugar control এর বিকল্প নয় | সবগুলিরই গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড ও নেট কার্বোহাইড্রেট অত্যাধিক বেশি থাকে | ফলে ডায়াবেটিস রোগীর খাবারকে মিষ্টি করার জন্য কোনটিকেই ব্যবহার করা উচিৎ না | আবার সুগার ফ্রি আর্টিফিসিয়াল সুইটনারগুলি সাময়িক ব্লাড সুগার না বাড়ালেও, এগুলি দীর্ঘদিন ব্যবহারের ফলে শরীরে অন্য ক্ষতির সূত্রপাত হয় |
তাই চা বা অন্যখাবারকে মিষ্টি করতে এসব ভুলে যান | আপনাকে এখন এমন একটি পাতার কথা বলব, যেটি চিনি থেকেও ৩০০ গুণ মিষ্টি | মানে এর সামান্য ব্যবাহারেই আপনার চা সহ যেকোন খাবার মিষ্টি হয়ে যাবে | তবে সবচেয়ে ভালো খবর হলো পাতাটি থেকে আপনার এক ফোঁটাও ব্লাড সুগার বাড়বে না |
আসুন তাহলে সুগার নিয়ন্ত্রণের এই অদ্ভূত গাছটি নিয়ে জানা যাক | সাথে বলব এর পাতা আপনি কীভাবে পাবেন, খাবারে কতটা কীভাবে ব্যবহার করবেন ।
গাছটির নাম স্টেভিয়া | বিজ্ঞানসম্মত নাম Stevia rebaudiana | দেখতে অনেকটা তুলসী গাছের মত বলে, অনেকে মিষ্টি তুলসী বলেন | পাতা মিষ্টি বলে এর পাতাকে চকোলেট পাতাও বলা হয় |
স্টেভিয়া পাতাতে স্টেভিয়ল গ্লাইকোসাইডজাতীয় কার্বোহাইড্রেট থাকে | যার মধ্যে সবচেয়ে বেশি থাকে Stevioside - ৯.১০% আর Rebaudioside A - ৩.৮০% | আপনার পৌষ্টিকতন্ত্র এই গ্লাইকোসাইডগুলিকে পরিপাক করতে পারবে না | ফলে এদের থেকে ব্লাড সুগার বাড়ার কোন ভয় নেই | কিন্তু এগুলি চিনি থেকে ২০০ থেকে ৩০০ গুণ বেশি মিষ্টি |
মানে আপনি স্টেভিয়া পাতা বা তার নির্জাস চা বা অন্য খাবারে ব্যবহার করতে পারলে খাবারগুলি তো মিষ্টি হবেই, কিন্তু সুগার বাড়বে না |
এছাড়াও স্টেভিয়া পাতা থেকে আপনি আরো বেশ কয়েকটি উপকার পেতে পারেন | যেমন -
১) স্টেভিয়া পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে |
২) গবেষণা থেকে দেখা যাচ্ছে স্টেভিয়া পাতা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে Fasting blood sugar level ও After meal blood sugar level দুটিই কমাতে পারে |
৩) স্টেভিয়া পাতা আপনার খিদে কমিয়ে দেবে যা অতিরিক্ত সুগার ও অতিরিক্ত ক্যালরি গ্রহণে বাঁধা হবে |
৪) স্টেভিয়া পাতা আপনার কোলেস্টেরল ও ট্রাইগ্লিসেরাইড নিয়ন্ত্রণেও সাহায্য করবে |
৫) পাতাটি আপনার লিভার ও কিডনিকেও রক্ষা করবে |
অর্থাৎ চিনি থেকে যেখানে শুধু আপনি অপকারিতাই পাবেন, তার বদলে স্টেভিয়া ব্যবহার করলে সরাসরি blood sugar control এর সাথে সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্টেও লাভ পাবেন |
স্টেভিয়া কীভাবে ব্যবহার করবেন ?
আপনি যে যে খাবারে চিনি ব্যবহার করতেন সব খাবারেই স্টেভিয়া ব্যবহার করা যেতে পারে | আপনি সাধারনত দুই ভাবে একে ব্যবহার করতে পারেন -
১) বাড়িতে একটি স্টেভিয়া গাছ লাগান | একেবারে টাটকা পাতা খাবারে ব্যবহার করতে পারবেন | বাজার থেকে শুকনো স্টেভিয়া পাতা কিনতে পারেন |
২) স্টেভিয়ার নির্জাসের পাউডার বা লিকুইড ব্যবহার করতে পারেন ।
এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর ।
সাথে থাকুন সুস্থ থাকুন |
For Sponsorship & Business
Enquiries :-
business.biswass@gmail.com
Disclaimer: Contents including advice provides generic information only . All data and statistics are based on publicly available data at the time of publication . The content and the information in this video are for informational and educational purposes only, not as a medical manual . Dr Biswas youtube channel does not provide medical advice, diagnosis or treatment . Always consult a specialist or your own doctor for more information . Dr Biswas youtube channel does not claim responsibility for this information.
Bengali Health Tips
Dr Biswas
এই একটি পাতাই আপনার blood sugar control এ রাখবে
Теги
এক পাতাতেই blood sugar controlএক পাতাতে সুগার নিয়ন্ত্রণসুগার নিয়ন্ত্রণসুগার নিয়ন্ত্রণের সহজ উপায়কোন খাবারে ডায়াবেটিস কমে যাবেকোন খাবারে সুগার কমে যাবেস্টেভিয়াসুগার ফ্রি চিনিসুগার কমানোর গাছডায়াবেটিস গাছdiabetes control tips in bengalidr biswasসুগার কমানোর উপায়সুগার কমানোর ঘরোয়া উপায়সুগার কমানোর খাবারsugar komanor upaydiabetes komanor upaypatay blood sugar kome jabesugar komanor patasugar kome jabe