দেবী দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র সহজ বাংলা ভাষায় আলোচিত হল। যাতে সমাজের প্রতিটি মানুষ অতি সহজভাবে বাংলা ভাষায় অর্থ বুঝে সংস্কৃতে মন্ত্র পাঠ করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন,সেই কারণেই এই ছোট প্রচেষ্টা।
সকাম ও নিষ্কাম দুই প্রকারের পুষ্পাঞ্জলি মন্ত্র আলোচিত হল । দর্শকবন্ধুগণ যেকোনও প্রকার মন্ত্রেই দিতে পারেন Debi Durga Pushpanjali,
প্রধানত সর্বাধিক প্রচলিত Mantra আলোচিত হল, এগুলি ছাড়াও আরও অনেক মন্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়া যায়।
#durgapuja
_____________________
এই চ্যানেলের সব প্লে-লিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল
গীতামৃত [ Ссылка ]
শ্রীদুর্গাতত্ত্বম [ Ссылка ]
শ্রীচণ্ডীপাঠ (বাংলায়) [ Ссылка ]
অপপ্রচারের অবসান [ Ссылка ]
মুর্তিপুজার খুঁটিনাটি [ Ссылка ]
পুজাপাঠ [ Ссылка ]
মহাদেব শিব তত্ত্ব [ Ссылка ]
ধর্ম ও রিলিজিয়ন [ Ссылка ]
শ্রীকৃষ্ণ তত্ত্ব [ Ссылка ]
____________
Follow Facebook Page [ Ссылка ]
Follow Facebook Profile [ Ссылка ]
Follow me on Instagram [ Ссылка ]
________________________
নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।
Ещё видео!