বিচারপতি বলছেন দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দেশ নাকি "বেহেশত"। কার কথা সত্যি? দেশ আসলে খুনি, চোর, ডাকাত আর মাফিয়াদের জন্য বেহেশত আর বিরোধী রাজনীতিক, লেখক, শিল্পী, সাংবাদিক, মানবাধিকার কর্মী আর সর্বোপরি সাধারণ মানুষের জন্য একটা জাহান্নাম। এই জাহান্নাম কে দিয়েছে? কে বানিয়েছে? তাই নিয়ে কথা বলছি আজকের Anupam's Analysis-এ।
Ещё видео!