Lofi Music Cast: Mahtim Shakib
Original Credit --
♪ Song: Aynate Oi Mukh Dekhbe Jokhn
♪ Singer: Mahmudunnobi
♪ Lyricist: K. G. Mostafa
♪ Music: Robin Ghosh
♪ Film: Nacher Putul
♪ Music on Anupam Movie songs
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।
(কি বলছেন আপনি
বুঝতে পারছো না)
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ
কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।
(কিছু বলছো না যে
কি বলবো)
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু'হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।।
Cast: Mahtim Shakib
#Aynate_Oi_Mukh_Dekhbe_Jokhn
#Mahtim_Shakib
#BanglaCoverSongs
Ещё видео!