শরীয়াহ ছাড়া সমাধান নাই | আমার দ্বীন, আমার যমীন | ডা. শামসুল আরেফিন শক্তি | Shamsul Arefin Shakti
গত ২৫ নভেম্বর ২০২৪ আয়োজিত হয় রাজবাড়ী দাওয়াহ সার্কেল কর্তৃক আয়োজিত ইসলামিক কনফারেন্স ২০২৪। এই কনফারেন্সে আলোচকদের মধ্যে অন্যতম ছিলেন দেশবরেণ্য ইসলামী লেখক, দাঈ ডা শামসুল আরেফীন শক্তি হাফিজাহুল্লাহ। তার আলোচ্য বিষয় ছিল, “মুসলিম জাতি এ বিশ্বকে যা দিয়েছে, এবং মুসলিম রা আবার বিজয় লাভ করলে বিশ্ব যা পাবে”।
তিনি তার গবেষণামূলক এবং তথ্য নির্ভর আলোচনায় মানবরচিত সকল মতবাদের ঊর্ধ্বে ইসলামের মহত্ব তুলে ধরেছেন।
ভিডিও ক্রেডিটঃ রাজবাড়ী দাওয়াহ সার্কেল
#shamsul_arefin_shakti #message_of_deen #শামসুল_আরেফিন_শক্তি #asif_adnan #শামসুল_আরেফীন_শক্তি #আসিফ_আদনান #dr_shamsul_arefin_shakti #ডা_শামসুল_আরেফিন_শক্তি #ডা_শামসুল_আরেফীন_শক্তি #jakaria_masud #জাকারিয়া_মাসুদ #messageofdeen #শরীয়াহ #আমার_দ্বীন_আমার_যমীন
Ещё видео!