টেকনাফের নাফ নদীর মাঝখান পর্যন্তই তৈরী করা হয়েছে যে ব্রিজটি (Naf River, Shabrang, Teknaf)
অসাধারণ সুন্দর একটি ব্রিজ নাফ নদীর উপর নির্মিত হয়েছে | টেকনাফ শহরের পাশেই সাবরাং নামক জায়গায় অনেকটা এলাকা নদী শাসন করে ব্রিজের সৌন্দর্য বাড়ানো হয়েছে | ব্রিজটি নদীর মাঝখান পর্যন্ত গিয়ে শেষ করা হয়েছে এবং ব্রিজ এর মাথায় নদীর মাঝখানে একটি বড় প্লাটফর্ম করা হয়েছে যেখান থেকে আপনি নদীর অপর পাশে বার্মা এবং একপাশে পাহাড়ের সৌন্দর্য ও অন্য পাশে নাফ নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এককথায় ব্রিজের উপর থেকে আপনি অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন | কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে এসে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ এবং নাফ নদীর উপর এই ব্রিজটা না দেখে গেলে কক্সবাজার ভ্রমণের অপূর্ণতা থেকে যাবে |
Ещё видео!