দিঘা হল বাঙালির সবচেয়ে প্রিয় ভ্রমণ স্থান। একদিন বা দুদিনের ছুটি পেলেই বাঙালি ছুটে যায় দীঘায়। বিশেষ করে কলকাতা থেকে দীঘায় সবচেয়ে বেশি লোক যায়। এমন এমন সময় হয় যে হট করে ডিসিশন হয় আর চলে যায় দীঘায়। সে ক্ষেত্রে ট্রেনের রিজার্ভেশন নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। আবার কারো কোন বাসে যেতেও সমস্যা। এছাড়াও যাতায়াতের ভাড়ার ব্যাপারটাও রয়েছে। এই সবকিছু মাথায় রেখেই আজকের ভ্লগটি বা ভিডিওটি হচ্ছে সবচেয়ে কম খরচে এবং লোকাল ট্রেনে কিভাবে দীঘা যাবেন।
কলকাতা থেকে দীঘা সবচেয়ে কম খরচে এবং লোকাল ট্রেনে। ট্রেন পাল্টাতেও হবেনা এবং সময় লাগবে এক্সপ্রেস ট্রেনের মতোই। হাওড়া স্টেশন থেকে ভাড়া মাত্র ৪৫ টাকা। আর সাঁতরাগাছি থেকে গেলে ভাড়া ৪০ টাকা। এমন একটি ট্রেন যেটি ইন্টারনেটে দেখলে খুঁজে পাওয়া যাবে না। ট্রেনের বিভিন্ন এপ্লিকেশনগুলিতেও এই ট্রেনের নাম নেই। ট্রেনটি মেচেদা পর্যন্ত যায়। এবং সেখানেই নাম্বার পরিবর্তন হয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করে। সপ্তাহের প্রতিদিনই রয়েছে এই ট্রেন।
ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
#digha
#localtrainjourney
#dighalocal
#localtraindigha
#dighalocaltrain
#kolkatatodigha
#howrah
#santragachi
#travel
#journey
#travelwithrajesh
Digha is the most favorite travel destination of Bengalis. A Bengali rushes to Digha when he gets a day or two off. Especially from Kolkata most people go to Digha. There are times when a decision is made in haste and goes to waste. In that case some problems arise with train reservation. Some people also have problems going to any bus. There is also the issue of transportation fares. Keeping all this in mind, today's vlog or video is about how to travel to Digha in the cheapest and local train.
Kolkata to Digha by cheapest and local train. No need to change train and take same time as express train. Fare from Howrah station is only 45 taka. And if you stay in Santragachi, the rent is 40 taka. A train that cannot be found on the internet. Various train applications also do not have the name of this train. The train goes up to Mecheda. And there the number changed and started for Digha. This train runs every day of the week.
Please comment how the video turned out. If you like it, please subscribe.
digha train,howrah to digha local train,howrah to digha train,kolkata to digha,howrah to digha train journey,digha local train,howrah to digha local train journey,kolkata to digha by train,howrah to digha local train time,digha local train journey,digha,howrah to digha train time,howrah to digha,mecheda to digha local train,digha train journey,digha local train time table,howrah to digha local train time table,howrah to digha train fare
Ещё видео!