দুই সিজদার মাঝের দোয়া dui sejdar majer doa bangla দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ...
গোটা নামাজই আল্লাহর প্রশংসা। তাই নামাজের প্রত্যেক রুকনে দোয়া, তাসবিহ, তাহলিলের মধ্যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়।
এ সব দোয়া ও জিকির কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। দুই সিজদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছৈ আল্লাহ তাসবিহ এবং দোয়া। জাগো নিউজে তা তুলে ধরা হলো-
সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া
হজরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন-
اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন-
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। (ইবনু মাজাহ, আবু দাউদ)
অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।
এখানে যে গুরুত্বপূর্ণ দো’য়া আছে, এই দো’য়াগুলো পাঠ করার সর্ব্বোত্তম সময় হল দুই সাজদার মাঝখানের বৈঠকে। আমরা দিনে-রাতে কম করে হলেও ৩২ রাকাত সলাত আদায় করি। আমরা যদি দুই সাজদার মাঝখানে এই দো’য়াটি পড়ি তবে দিনে-রাতে ৩২ বার এই দো’য়া পাঠ করা হবে।
কথাগুলোর প্রতি লক্ষ্য করুন, কি অসাধারণ কথা, যা আপনি আল্লাহকে বলছেন। আপনি বলছেন:
১. হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।
২. আমাকে রহমত করুন।
৩. আমাকে হিদায়াত দান করুন।
৪. আমাকে রিজিক দান করুন
৫. আমাকে সুস্থতা দান করুন।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
===যোগাযোগ করুন===
hskhaled77@gmail.com
😀 Follow Us Socially 😀
🌐 subscriber: [ Ссылка ]
🌐 My Facebook: [ Ссылка ]...
🌐 Facebook page: [ Ссылка ]...
🌐 Facebook group: [ Ссылка ]...
🌐 Twitter : [ Ссылка ]
🌐 Instagram: [ Ссылка ]
#দুই_সিজদার_মাঝের_দোয়া#dui_sejdar_majer_doa_bangla quran shikkha
Ещё видео!