বান্দরবান ।। মিলনছড়ি ।। চিম্বুক পাহাড় ।। Bandarban ।। Milanchari ।। Chimbuk Pahar
✅প্রথম পর্ব
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জনপ্রতি ১৮০ টাকা ভাড়ায় পূরবী বা পূর্বাণী বাসে উঠলে বান্দরবান শহরে পৌঁছে যাবেন।
বান্দরবান শহরে নেমে মাহীন্দ্র বা চান্দের গাড়ি ভাড়া করবেন। চান্দের গাড়ি বা মাহীন্দ্র ভাড়া করে দর্শনীয় স্থানগুলো দেখবেন। যেহেতু আমরা সংখ্যায় কম তাই আমারা ৩০০০ টাকায় মাহীন্দ্র ভাড়া করেছি। মাহীন্দ্র ভাড়া করার সময় আমাদের কথা হয়েছে মিলনছড়ি, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরি, মেঘলা, নীলাচল দেখবো। আপনারা চান্দের গাড়ি অথবা মাহীন্দ্র যা-ই ভাড়া করেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী চালকের সাথে কথা বলে নিবেন যাতে সবগুলো পয়েন্ট ঘুরে দেখার জন্য গাড়ি থামায়।
▶️বান্দরবান, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর অন্যতম সুন্দর একটি স্থান। পাহাড়গুলো থকে থকে কী আশ্চর্য সুন্দর রূপ নিয়ে অবস্থান করছে! পাহাড়ের ধোঁয়াটে নীলাবরণ রূপ আকাশের নীলের সঙ্গে মিশে আছে। এতো সুন্দর যা শব্দচয়ন দ্বারা বোঝানো অসম্ভব। আল্লাহর অশেষ নেয়ামত। তাঁর সৃষ্টি অতুলনীয়। বান্দরবান প্রত্যেক ঋতুতে তার রূপ বদলায়। একেক ঋতুতে তার সৌন্দর্য একেক রকম। আমরা উপভোগ করেছি গ্রীষ্মের সৌন্দর্য।
▶️মিলনছড়ি : বান্দরবানের পথে যেতে যেতে প্রথমে পড়েছে মিলনছড়ি। বান্দরবান শহর থেকে মিলনছড়ি মাত্র ৩ কি.মি.। মিলনছড়ি থেকে দেখেছি অসাধারণ মনোমুগ্ধকর পাহাড়ি আঁকাবাঁকা পথ ও সাঙ্গু নদীর অপার সৌন্দর্য।
▶️চিম্বুক : চিম্বুক পাহাড় দেখার জন্য টিকিট জনপ্রতি ২০ টাকা। বাংলাদেশের ৩য় বৃহত্তম পর্বত চিম্বুক। বান্দরবান জেলা শহর থেকে ২৬ কি.মি. দূরে চিম্বুক পাহাড় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২৫০০ ফুট। বর্ষা মৌসুমে চিম্বুক পাহাড়কে মনে হয় মেঘেরে স্বর্গরাজ্য।
বান্দরবানের পরবর্তী পয়েন্টগুলো থাকবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে থাকবে নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE!!!
🔴Don't Copy Anything From My Channel. It's a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Adnan Islam.
Track: Ikson - Cloudy [Official]
Music provided by Ikson®
Listen:
• #113 Cloudy (Offi...
Track: Ikson - July [Official]
by TELL YOUR STORY music by ikson™
Listen:
• #182 July (Official)
Ещё видео!