নাটোর রাজবাড়িতে গিয়ে আমি এমন কিছু দেখেছি, যা কখনও কল্পনাও করেনি। রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে গেছে। রানী ভবানীর রাজবাড়ির সৌন্দর্যের আড়ালে এমন গা ছমছমে এমন কিছু দেখার জন্য আমি কখনই প্রস্তুত ছিলাম না।
ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্তু। সঙ্গত কারণেই ঘুরতে ভালোবাসি। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়ি। তুলে আনার চেষ্টা করি, খোলা চোখে যা দেখি তার সবকিছু। অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্যভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি।
Ещё видео!