Enjoy the beautiful melody and heartfelt lyrics of Koi Roila Bondhu Re and don't forget to subscribe for more music updates! 🎶
Follow Akash Mahmud
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Listen to "Koi Roila Bondhu Re" on:
iTunes : [ Ссылка ]
Spotify : [ Ссылка ]
Song: Koi Roila Bondhu Re
Singer: Akash Mahmud & Lita Sarker
Lyricist: Ashique Mahmud
Composer, Music Arranger & Music Director: Akash Mahmud
Storck: Captain Rohit Roy
Flute: Shohag Ahmed
Makeup: Rose
Choreographer: Gourob Gogo
Lighting: Partho & Rana
Camera Assistant: Juel
Mix-Master, DOP, Edit, Color & Direction: Ashique Mahmud
Publicity Design: Arif Mahmud
Label: Akash Dream Music
Bengali Lyrics :
কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
আরে কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া
ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া
ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
নাই চোখে ঘুম জ্যোৎনা রাতে তোমায় ভাইবা কাটে
আমার মতো পুলা কি আর আছে এই তল্লাটে
দুষ্টু পোলা ঘুমের ঘোরে করো উকিঝুকি
মনের দুয়ার তোমার লাগাইগা ঠিকই খুইলা রাখি
আদর করে বসাও তোমার মনের শহরে
আমার আদর করে বসাও তোমার মনের শহরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
একবার বন্ধু পাইলে তোমায় বান্ধিতাম পরাণে
আমার মনের কথা কইতাম একলা নির্জনে
দেখলে তোমায় আমারও হায় কেমন জানি লাগে
বুকেতে জড়াইতে নিতে কেবলি সাধ জাগে
তবুও ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
#Koi_Roila_Bondhu_Re
#akashmahmud
#LitaSarker
#officialvideo
Ещё видео!