পলাশীর যুদ্ধের পর নবাবের পোশাক ছেড়ে সাধারণের বেশে স্ত্রী-কন্যাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের পোশাক ছাড়লেও জুতো পাল্টাতে ভুলে গিয়েছিলেন তিনি। পরে সেই জুতো দেখেই তাকে ধরে ফেলে মীর জাফরের ছেলে মীরণের লোকজন এবং তাকে হত্যা করা হয়। বন্ধুরা, এতোকিছু বললাম এই কারণে, যে জুতোর জন্য ধরা পড়েছিলেন সিরাজ, ২৬৪ বছর পর সেই জুতোর সন্ধান মিলেছে চট্টগ্রামের রাউজানে। সন্ধান মিলেছে তার পোশাকের, তরবারির ও মাথার তাজের। সৈয়দ মাহাদী উদ-দৌলা নামে একজন নিজেকে সিরাজের ১১তম বংধধর দাবি করেছেন। একই সাথে বংশপরম্পরায় এই জিনিসগুলো তিনি পেয়েছেন বলেও দাবি করেছেন। আমি সেখানে গিয়ে পুরো বিষয়টি ক্যামেরায় ধারণ করে এই ভিডিও তৈরি করেছি।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#সিরাজউদ্দৌলার_তরবারি #নবাব #বংশধর
Ещё видео!