আমরা সাধারণত ব্লাড প্রেসার বেড়ে গেলে সেটা কমানোর জন্য চিন্তায় পড়ে যাই। কিন্তু প্রেসার কমে গেলে কি ততটা চিন্তা করি? আমার মনে হয় না। কারণ আমরা আমাদের শরীরের যে কোন বাড়তি জিনিসকেই বেশি প্রাধান্য দেই। অথচ বেড়ে যাওয়া যে কোন অবস্থার চেয়ে কমে যাওয়া যে কোন কিছুই যে বেশি খারাপ তা আমরা অনেকেই জানি না।
আজকের ভিডিওতে আমি লো ব্লাড প্রেসারের কারণ এবং কি করণীয় তা নিয়ে আলোচনা করেছি।
আশা করছি কিছুটা হলেও উপকার হবে।
ধন্যবাদ।
Ещё видео!