#চাকলালোকনাথমন্দির
চাকলা লোকনাথ মন্দির | Chakla Dham Tour | Kachua Loknath Mandir
Mahayogi Shri Shri Baba Loknath Brahmachari was born on 31st August 1730 (according to Bengali calendar 18th Bhadra, 1137) on the holy day of Krishna Janmashtami in Chakla village in North 24 Parganas,West Bengal, India. The great Yogi Shri Loknath and his friend Benimadhab left their home with Guruji Shri Bhagaban Ganguly after their sacred thread ceremony. After leaving their family behind, they came to Kalighat (located in Kolkata) which was a dense forest at that time (1741), on the bank of river Ganga, and started ‘Sadhana’ under the spiritual guidance of their Guru Shri Bhagaban Ganguly. The process was extremely rigorous. They spent forty years around this jungle to practice Yama, Niamey, Asana, Pranayama, Pratyahara, Dharana and Dhyana along with Brahmanusthan.
কিভাবে যাবেন চাকলা, কচুয়া ও চন্দ্রকেতুগড়:- প্রথমে বনগাঁ শাখার ট্রেন ধরে চলে আস্ তে হবে গুমা স্টেশনে (শিয়ালদাহ থেকে আস্তে সময় লাগে ১ ঘন্টা). তারপর ফুটব্রিজ ধরে বিপরীত দিকের প্লাটফর্মের এক্সিট গেট দিয়ে বেলরেই পেয়ে যাবেন ইঞ্জিন ভ্যান (ভাড়া জনপ্রতি:-২৫/- টাকা, সময় লাগবে ২৫ মিনিট) বা টোটো (ভাড়া জনপ্রতি:-৩০/- টাকা) যা সরাসরি আপনাকে নিয়ে যাবে চাকলা মন্দির. মন্দিরে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে মন্দিরের বাইরে জুতো রাখার নিদিষ্ট জায়গা আছে (জুতো রাখার খরচ জনপ্রতি ২/- টাকা). মন্দিরে ভোগ খাবার খরচ রাজভোগ:- ৭০/- টাকা, খিচুরি ভোগ:- ৩০/- টাকা, পার্সেল নিলে প্যাকেট প্রতি ৫/- টাকা বেশি ও মন্দিরে একান্ত ভাবে পুজো দিতে চাইলে ১০০/- টাকার কুপন কাটতে হবে. পুজোর সামগ্রী আপনাকে মন্দিরের বাইরে থেকে কিনে নিতে হবে. চাকলাতে ভোগ খাবার পর মন্দির থেকে বেরোলেই বাদিকে বেড়াচাপা অটো দেখতে পাবেন. অটোতে করে আস্তে হবে বেড়াচাঁপা মোড় / চন্দ্রকেতুগড় (ভাড়া জনপ্রতি:-১৮/- টাকা, সময় লাগবে ২৫ মিনিট). চন্দ্রকেতুগড় ভ্রমনের পর আপনাকে আবার বেড়াচাঁপা মোড় এসে স্বরূপনগরের অটো ধরতে হবে ভাড়া মাথাপিছু ১২/- টাকা ও সময় লাগবে ২৫ মিনিট (রাস্তা কিছুটা খারাপ), তারপর রাস্তা পার করলেই পেয়ে যাবেন কচুয়া যাবার টোটো ভাড়া মাথাপিছু ১০/- টাকা, সময় লাগবে ৫ মিনিট. তারপর টোটো করে ফেরার সময় কাঁকড়া দ্বাদশ কালীমন্দির দেখে নেবেন এবং ফিরে আসবেন কাঁকড়া মির্জানগর স্টেশন (সময় লাগবে ৫ মিনিট) সেখান থেকে ডাউন হাসনাবাদ লোকাল ধরে দমদম স্টেশন বা শিয়ালদাহ স্টেশন. যদি হাতে কিছুটা অতিরিক্ত সময় থাকে তাহলে ধান্যকুড়িয়া রাজবাড়িও ধরে নিতে পারেন.
বিঃদ্রঃ- সমগ্র স্থান ঘুরে দেখার জন্য শিয়ালদাহ থেকে ৮:৪২ বনগাঁ লোকাল বা ৯:১০ গোবরডাঙ্গা লোকাল ধরলে সবটাই ঘুরে নিতে কোনো অসুবিধে হবে না.
#chakla
#kachua
#chaklaloknathmandir
#angshunetwork
Hello guys this is my new YouTube channel so please support me please like, comment, share, subscribe and press bell icon.
(Thanks for watching this video)
Ещё видео!