আপনি ধনী, মধ্যবিত্ত নাকি গরীব | Middle Class Trap | Chalu Volu
এই ভিডিওতে আমরা তিনজন বন্ধুর গল্প নিয়ে আলোচনা করবো—চালু, ভলু আর গোলুর। এরা তিনজনেই একই কোম্পানিতে একই পদে চাকরি করে এবং মাসিক বেতনও একই, ১ লাখ টাকা। কিন্তু তবুও এই তিনজন সম্পদের দিক থেকে একে অপরের থেকে আলাদা: চালু ধনী, ভলু মধ্যবিত্ত, আর গোলু গরিবের কাতারে পড়ে। কিভাবে এটা সম্ভব? সেই রহস্য উন্মোচন করবো আজকের এই ভিডিওতে।
গোলুর একার আয় দিয়ে পুরো পরিবারের খরচ সামলাতে হয়, তাই মাস শেষে সে ঋণে ডুবে যায়। অন্যদিকে, ভলুর খরচ মেটাতে আয় ঠিকই লাগে, কিন্তু তার বিলাসী জীবনযাত্রা তাকে মাসের শেষে সঞ্চয় করতে দেয় না। আর চালু সব খরচ পরিকল্পনা অনুযায়ী করে, অর্ধেক আয় সঞ্চয় ও বিনিয়োগ করে। তাই তার অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে।
তাদের এই উদাহরণ থেকেই আমরা বুঝতে পারি, আয় কতো তা নয়, বরং সঞ্চয় ও বিনিয়োগের ক্ষমতা মানুষকে ধনী বা গরিবের ক্যাটাগরিতে ফেলে।
আপনার কী মনে হয়? আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
More wisdom, more solution, better life!
যদি জীবন-সমস্যার সমাধান এর ভিডিও গুলো দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন এবং আপনি আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে এবং আরও উন্নত করতে সাহায্য করতে চান, যাতে করে আপনার মতোই অন্যরাও উপকৃত হতে পারে, তাহলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে গিয়ে আপনি আমাদের support করতে পারেন।
Support Link: [ Ссылка ]
Watch all the book summary videos made by us: [ Ссылка ]
Join us on Facebook: [ Ссылка ]
Join us on Telegram: [ Ссылка ]
Follow Suman personally on Instagram: [ Ссылка ]
Music by Jason Farnham: [ Ссылка ]
Ещё видео!