#picnicspot #picnic #banglavlog #picnicday #bengalivlog #bengalivlogger #picnicspot
কলকাতার একদম কাছে এই পিকনিক স্পটটি পুজালী পৌরসভার অন্তর্গত । জায়গাটির নাম নেতাজি পার্ক । একদম গঙ্গার পাশে খুব সুন্দর বাগান করা ,কটেজ আছে, রান্নার জায়গা আলাদা আছে। প্রচুর বাচ্চাদের খেলনার দোলা , স্লিপ ইত্যাদি করা আছে। সত্যি মনোরম স্থান এবং যেহেতু কলকাতার একদম কাছে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, তাই খুব সহজেই পৌঁছে যান এবং এনজয় করুন পিকনিক এখানে। এর বুকিং করতে গেলে পুজালী পুরসভার অফিসে যেতে হবে এবং সেখান থেকে বুকিং করতে হবে। এখানকার বুকিং মূল্য হচ্ছে ৩৫০০ টাকা।
Ещё видео!