নাগরিক টিভি এক্সক্লুসিভ: সাবেক অ্যাটর্নি জেনারেল পুত্র মোয়াজের সাথে সাবেক স্ত্রী নীলার ফোন রেকর্ড
সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ মাধবী আক্তার নীলাকে তার ছেলে মোয়াজ আরিফ ক্রমাগত আত্মহননের পথে ঠেলে দিচ্ছে। নীলাকে গর্ভবতী অবস্থায় ভুয়া মামলায় জেলে দিয়েই থেমে থাকেনি মোয়াজ,বরং তাদের প্রথম সন্তানকে পিতার ক্ষমতাবলে নিজের কব্জায় নিয়ে নেন মোয়াজ। তাছাড়া ছোট সন্তানটিকেও নিজের জিম্মায় নিতে চাচ্ছেন এই লম্পট ব্যক্তি। সাবেক স্ত্রীর সাথে তার একটি ফোন কল রেকর্ড নাগরিক টিভির হাতে এসে পৌঁছিয়েছে যেখানে শোনা যায় মোয়াজ কিভাবে নীলাকে অশ্লীল ভাষায় ক্রমাগত ভৎসনা করে যাচ্ছে। স্ত্রী নির্যাতনকারী, লম্পট ও কদর্য মানুষিকতার অধিকারী সাবেক অ্যাটর্নি জেনারেল পুত্র মোয়াজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নাগরিক টিভি নিপীড়িত ও নির্যাতিত নীলার পাশে আছে।
Ещё видео!