আরবের মুসলমানরা এক সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলো কিন্তু আজ আমেরিকা (বা পশ্চিমাদের) আধিপত্য পৃথিবীজুড়ে| পৃথিবীর ইতিহাস মূলত বিভিন্ন জাতির উত্থান-পতনের ইতিহাস| ইতিহাসের বিভিন্ন সময়ে যারা পৃথিবীতে কর্তৃত্ব করেছে তাদের সবার মধ্যেই কিছু সাধারণ বৈশিষ্ট ছিলো| শ্রেষ্ঠত্বের মূলনীতি নিয়ে কথা বলবো সাফল্যের বিজ্ঞান সিরিজের আজকের পর্বে|
আজ সোমবার (নিউ ইয়র্ক সময়) সকাল ১১:০০| বাংলাদেশ সময় প্রতি সোমবার রাত ৮:০০ টায়| (নিউ ইয়র্কে ডে লাইট সেভিং টাইম পরিবর্তনের কারণে এখন নিউ ইয়র্কের সময় সকাল ১১:০০ টা বাংলাদেশ সময় রাত ৮:০০) ফেসবুক এবং ইউটিউবে
Ещё видео!