সেই ভালো, সেই ভালো -
আমারে না হয় না জানো!
দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো?
মোর বসন্তে লেগেছে তো সুর,
বেণুবন ছায়া হয়েছে মধুর!
থাক না এমনই গন্ধে বিধুর মিলনকুঞ্জ সাজানো!
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা -
উতল আঁচল, এলোথেলো চুল দেখেছি ঝড়ের বেলা!
তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা -
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো!
...
গান : সেই ভালো, সেই ভালো -
শিল্পী : শ্রেয়া ও সোম
সঙ্গীতায়োজন, কী-বোর্ড ও বাঁশি : সোম
গীটার ও বাস্ : রাজা চৌধুরী
শব্দগ্রহণ ও মিশ্রণ : গৌতম দেবনাথ (কুসুম স্টুডিও)
...
ক্যামেরা : বিশ্বরূপ
পরিচালনা : মিল্টন
Like Us On Facebook
[ Ссылка ]
Subscribe To Our Channel On Youtube
[ Ссылка ]...
Like & Follow Us On SoundCloud
[ Ссылка ]
-~-~~-~~~-~~-~-
Please watch: "Nit De Vichore | Shome | Ghulam Ali | Punjabi Hits | 2019"
[ Ссылка ]
-~-~~-~~~-~~-~-
Ещё видео!