গোলাপ গ্রামঃ
সাদুল্লাপুর ও শ্যামপুর গ্রাম, যা গোলাপ গ্রাম নামেও পরিচিত, ঢাকার অদূূূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। একে গোলাপ গ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও অনেক ফুল আছে, যেমন- জারবেরা, গ্লাডিওলাস ইত্যাদি।
গোলাপের হাটঃ
স্থানীয় ফুল চাষিরা নিজেদের প্রয়োজনে এ গ্রামেই গড়ে তুলেছেন ২ টি হাট। প্রতি সন্ধ্যায় বসে গোলাপের হাট। মার্কেটের সামনে সন্ধ্যায়ই শুরু হয় ফুল ব্যবসায়ীদের আনাগোনা।
গোলাপ গ্রাম ভ্রমণের উপযুক্ত সময়ঃ
সাদুল্লাহপুরে প্রায় সারা বছর জুড়ে গোলাপ চাষ হয় বলে আপনি গোলাপ গ্রাম ঘুরতে যেতে পারেন যে কোন সময়। তবে বছরের সবটা সময় জুড়ে গোলাপের তেমন দাপট কিন্তু থাকে না। বাংলাদেশের ঋতু বৈচিত্র এর দিক বিবেচনা করলে শীতকালই হচ্ছে গোলাপ ফুল ফোঁটার সেরা সময়।
গোলাপ গ্রাম যাওয়ার উপায়ঃ
বিভিন্ন রুটে গোলাপ গ্রাম যাওয়া যায়। তবে সব থেকে বেস্ট রুট হচ্ছে বিরুলিয়া ব্রিজ এর রুট।
#shamimkawsar
#shamim
#golapgram
#golap
#rose
#rosevillevlogs
#rosevillage
#rosemarket
#golaphut
Ещё видео!