আমি স্বরূপানন্দ বলছি!! ভেঙে পড়ার আগে ভিডিও টি দেখুন || Babamoni bani🔥🔥
বাবামনির পাঁচটি মহামূল্যবান উপদেশ বানী :---------
১) আমি তোমাকে নিজ হস্তে রক্ষা করিব ,সহস্র বিপত্তির মধ্যেও স্মরণ রাখিও, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার হৃদয়ের স্পন্দনরূপে, শ্বাস-প্রশ্বাসের বায়ু- রূপে, প্রাণ, মন, স্মৃতি, নাম, রূপ ও অস্তিত্বরূপে তোমার হইয়া বিরাজ করিতেছি। একটী মুহূৰ্ত্তও আমাকে ভুলিও না । আমি তোমাকে জগতের সকল সদসৎ অবস্থা হইতে নিজ হস্তে রক্ষা করিব ||
২) "একা পড়িয়াছ বলিয়া নিজেকে নিঃশক্তি মনে করিও না। তোমার প্রতিটা সৎপ্রয়াসের সহিত আমি আছি। আমাকে কেবল একটা মানুষ বলিয়া মনে করিও না। তোমাদর যেখানে নিষ্ঠা অটল, আমি সেখানে তোমাদের জীবনে অজেয় পরাক্রম। আমাকে জড় দৃষ্টিতে বুঝিতে চাহিও না। বিশ্বাস কর, একনিষ্ঠ হইলে আমি তোমাকে সৰ্ব্বসিদ্ধি প্রদান করিতে পারি।
৩) আমাকে যাহারা সমগ্র অস্তিত্ত্ব দিয়া গ্রহণ করিবে, আমি অনন্তকাল ধরিয়া সৰ্ব্বতোভাবে তাহাদের আপনার আপন, জীবনের জীবন হইয়া থাকিব, তাহাদের ভূত-ভবিষ্যৎ-বৰ্ত্তমানকে পরমকল্যাণের পথে পরিচালিত করিব। ইহা কাব্যকথা নহে, কল্পিত বচন নহে, ভাষার সুমধুর লালিত্য নহে, ইহা অক্ষরে অক্ষরে সত্য, জীবন্ত সত্য, জাগ্ৰত সত্য, নিত্য সত্য ।
৪) ঝড়ের মুখেও যে নিজের লক্ষ্য ছাড়ে না, তাহাকেই বলিব আমার সন্তান। ভূকম্পের মুখেও যে পথ পরিত্যাগ করে না, তাহাকেই বলিব আমার সন্তান ||
৫) তুমি নিত্য নূতন পরিস্থিতিতে পড়িয়া অনেক সময়ে যে কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িতেছ, তাহা আমি বুঝিতেছি। কিন্তু বিহ্বল হইলেই ত' চলিবে না। যাহা কঠিন, তাহা করিবার জন্যই ত'তোমরা আমার শিষ্য হইয়াছ। যাহা সহজ, সরল, জলবত্তরল, তাহা ত' সকলেই করিতে পারে। তোমরা কঠিন, কঠোর অসম্ভব রকমের কাজগুলি করিবে বলিয়াই ধরাধামে আসিয়াছ। মনের সাহস কখনও হারাইও না। ভগবানকে বিশ্বাস কর। তিনি নিয়ত সাহস যোগাইবেন।
অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ||
#babamoni
#Babamonibani
#Babamoniandatmananda
#lifechangingmotivation
#success
#confidence
#believesystem
#believe
Thanks for watching❤
জয় গুরু-হরি ওঁ
Ещё видео!