কক্সবাজার ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | কম খরচে Dhaka To Cox’s bazar 🇧🇩
#coxsbazar #coxbazar #কক্সবাজার #musfiqrpervaj #travel #explore
যাওয়ার ভাড়া/খরচ :
বাস - ১০০০টাকা
অটো ( হোটেলেযাওয়ারজন্য ) - ১৫ টাকা
হোটেল খরচ -340 টাকা (১০০০/৩)
সকালের খিচুড়ি -৯০
-(বিকালের + রাত্রের) খাবর খরচ:
- ১৮০ + ৪০০ = ৫৮০ টাকা
২য় দিন:
সকালের নাস্তা - ৫০ টাকা
লোকাল ভাড়া(মিশুক) - (৫০০/৩)টাকা
-১৭০ টাকা
-:
(দুপুরের + রাত্রের ) খাবার
(১৩০ + ১০০ ) = ২৩০ টাকা
আসার ভাড়া/খরচ :
কক্সবাজার টু ঢাকা(সায়দাবাদ)- 750 টাকা
✔️ মোট খরচ :- ২৮২৫ টাকা
কক্সবাজার সমুদ্র সৈকত :
কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক-ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল-মোটেল-কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত-বর্ষা-বসন্ত-গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে এক রকম তো মধ্যাহ্নে এর রূপ অন্য রকম। প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশেী পর্যটক এই সৈকতে আসেন।
For Contract me on Social Media Account:
Facebook page : [ Ссылка ]
Instagram id : [ Ссылка ]==
Tik tok id : [ Ссылка ]
For Emergency 🚨: musfiqparvej@gmail.com
Thanks you so much for watering my vedio 🙂
Ещё видео!