#রাখিবন্ধনেরগান#রাখি
রাখি বন্ধনের গান || Raksha Bandhan সং
স্নেহের বাঁধনে চন্দন ফোঁটায়,
আবদ্ধ দুই প্ৰাণ,
দরাজ কণ্ঠে গাইবে সবাই
ঐক্যের জয়গান।
ভাইয়ের হাত জড়িয়ে রবে
বোনের হাতের রাখী,
ধান দূর্বা প্রদীপের শিখায়
রাখি বন্ধন
পিয়ালী চ্যাটার্জি মল্লিক
জুড়াবে সকল আঁখি।
আশীর্বাদ আর প্রতিজ্ঞাবদ্ধের
পবিত্র এই মিলন।
পূর্ণিমার এই শুভক্ষণে জানাই
শুভ রাখী বন্ধন।
Ещё видео!