মানব শরীর হাড়-মাংস দিয়ে তৈরি। হাড়ের গঠন অনুযায়ী আমাদের শরীর নাড়াচড়া করে। আমরা সবাই জানি যে একজন ব্যক্তির শরীরে মোট ২০৬টি হাড় রয়েছে। কিন্তু একটি শিশুর জন্মের সময় প্রায় ৩০০টি হাড় থাকে। এরপর বয়স বাড়ার সাথে সাথে ২০৬টি হয়।
তাহলে এখন প্রশ্ন হল দেহ থেকে অবশিষ্ট ৯৪টি হাড় কোথায় হারিয়ে যায়?
এবার জেনে নেওয়া যাক.
হাড় মেরুদন্ডী প্রাণীদের শরীরের একটি নির্দিষ্ট আকার ও গঠন তৈরি করে। শরীরের কঙ্কাল শুধুমাত্র হাড় দিয়ে গঠিত। কঙ্কালের জন্যই আমাদের শোয়া, বসা ও দাঁড়ানোর ভঙ্গি তৈরি হয়।
মেরুদন্ডী প্রাণী কী? যেসব প্রাণীর শরীরে হাড় রয়েছে, তাদের মেরুদন্ডী প্রাণী বলে। যেমন মাছ, পশুপাখি বা মানুষ ইত্যাদি মেরুদন্ডী প্রাণী। অন্যদিকে যাদের শরীরে কোনও হাড় থাকে না, তাদের অমেরুদন্ডী বলা হয়। যেমন পোকামাকড়, মাকড়সা, কেঁচো ইত্যাদি। #healthtips
Ещё видео!