এক লক্ষ টাকা টমেটো বিক্রি ১৫ শতক জমিতে বিজ তলার জমি খুব ভালো করে তৈরী করে নিতে হবে এবং ইউরিয়া, পটাস, ফসফট, ড্যাব সার দিয়ে তৈরী করতে হবে উদয়ন প্লাস টমেটো বিজ তলা তৈরির সময়কাল কার্তিক মাসে এক বিজের মূল্য ৬০০ শত টাকা ১৫ শতক জমিতে টমেটোর বিজ লাগে ৫ গ্রাম বিজ তলায় বিজ লাগানোর নিয়ম টমেটোর বিজ ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর পানি শুকিয়ে নিতে হবে এবং বিজ তলায় বিজ লাগানোর সময় তিন ইন্ঞি তফাতে রোপণ করতে হবে ঔষধ ব্যবহার কুয়াশার জন্য স্প্রে করতে হবে এবং সেই সাথে ছত্রাক নাশক ঔষধ দিতে হবে টমেটোর চাড়া জমিতে লাগানোর সময়কাল কার্তিক মাসের শেষের দিকে জমিতে চাড়া লাগানোর আগে অবশ্যই জমি ভালো করে চাষ দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে টমেটোর চাড়া লাগানোর ২২ দিন পর আবারও পরিমান মতো সার প্রয়োগ করতে হবে এবং কুয়াশার স্প্রে ও ছত্রাক নাশক ঔষধ ব্যবহার করতে হবে সেই সাথে নিয়ম অনুযায়ী সঠিক পরিচর্যা করতে হবে তাহলেই উদয়ন প্লাস টমেটো খুব ভালো ফলন পাওয়া যাব।
Ещё видео!