ayatul kursi bangla আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ ayatul kursi bangla uccharon ||
আয়াতুল কুরসী
আরবি ভাষায়
উচ্চারণ বাংলা অনুবাদ
اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَم
َا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا ب
َيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْس
ِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।
মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্
ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।
বাংলা অনুবাদ;;;
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত,
সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর।
কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫][১]
===যোগাযোগ করুন===
hskhaled77@gmail.com
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোন
👉 আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর করে
এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ ।
👉 imo - Whatsapp - bkash :- +8801759640309
😀 Follow Us Socially 😀
🌐 subscriber: [ Ссылка ]
🌐 My Facebook: [ Ссылка ]...
🌐 Facebook page: [ Ссылка ]...
🌐 Facebook group: [ Ссылка ]...
🌐 Twitter : [ Ссылка ]
🌐 Instagram: [ Ссылка ]
#sura#ayatul_kursi#আয়াতুল_কুরসি
Ещё видео!