LIKE // SHARE // SUBSCRIBE.
মেঘের ডমরু ঘন বাজে।
বিজলি চমকায় আমার বনছায়,
মনের ময়ূর যেন সাজে॥
সঘন শ্রাবণ গগন-তলে
রিমি ঝিমি ঝিম্ নবধারা জলে,
চরণ-ধ্বনি বাজায় কে সে —
নয়ন লুটায় তারি লাজে॥
ওড়ে গগন-তলে গানের বলাকা,
শিহরণ জাগে উজ্জ্বল পাখা।
সুদূরের মেঘে অলকার পানে
ভেসে চ’লে যায় শ্রাবণের গানে,
কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় —
হৃদয়ে কার স্মৃতি রাজে॥
LIKE Face book page: [ Ссылка ]
Uploaded for Listening Pleasure Only. Any kind of copyright violation is not the purpose of this video/audio.
Thank you for Watching.
#Manas_Kumar_Das #SSS_Channel #Nazrul_Sangeet
Ещё видео!