“মানুষ মারার কল” কিন্তু থামে না, রঙ বদল হয়ে যায়, ক্ষমতার হাত বদল হয়ে যায়। এসময়ের ছবিতে তথাকথিত সভ্য আন্তর্জাতিক ধনী বয়ে আনে ভাইরাস, আর দেশীয় শ্রমিকগোষ্ঠীর মধ্যে তা সঙ্ক্রমিত হওয়ার ভয়ে স্যানিটাইজেশন চলে জল কামান দিয়ে, গায়ে ব্লিচিং ছড়িয়ে। দেশজোড়া লকডাউনে একদলের সময় কাটে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শান্তির দিবানিদ্রায়, আর অন্যদিকে আর একদলের দিন কাটে অনাহারে অনিদ্রায় এবং ভবিষ্যতের অনিশ্চয়তার অন্ধকারে।
যুগ পরিবর্তন হয়ে গেলেও এধরণের ছবির পরিবর্তন কই?— “রাজা শুয়ে থাকে রাজস্বে আর ফকিরের ঘর যন্তর মন্তর”
এসব দেখেই আঠারোর রক্ত তাই জ্বলে ওঠে,তার কণ্ঠে ধ্বনিত হয় —“আগুন জ্বালো”
— টীম অপিচ্
#Covid19 #Protest_songs #migrantworker
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমারা যারা অনেকটাই ভালো আছি তারা চেষ্টা করতে পারি যারা ভালো নেই তাদের পাশে দাঁড়ানোর। যদি কেউ সাহায্য করতে চান নীচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সব ধরণের সাহায্যই স্বাগত।
Furnished below is the account details for monetary help:
“Migrant Workers Solidarity”
A/C holder's name: Bishwajit Chakraborty
Address: Uttarayan Housing, Kolkata 700108
A/C no.: 20061271776
Bank Name: State Bank of India
Branch: DSP(T) B Zone Durgapur
Branch Code: 0007503
IFSC: SBIN0007503
GPay, Paytm, PhonePe: 8927052590 (Bishwajit), 8302997292 (Sumit)
UPI ID: 8927052590@upi
And for
"Bastibashi Sromojibi Adhikar Rakkha Committee"
A/C holder's name: Soumya Chattopadhyay
Address: A1/21 Ramgarh, Kolkata - 700047
A/C no.: 50239580838
Bank Name: Allahabad Bank
Branch: Dunlop Bridge Branch
Branch Code: 210631
IFSC: ALLA0210631
GPay: 9474866737(Soumya), 9804491579 (Ratul)
UPI ID: s.c.2357@okicici
Ещё видео!