রবীন্দ্রনাথ আমাদের বিস্ময়-বিভোরতার ওপর ভর করে লৌকিকতা-অলৌকিকতার মিশেলে মানবতার বিপর্যয়, ঐশ্বরিক শক্তির উপস্থিতি ও প্রভাব এবং সেসব-সম্বন্ধে উত্তর-প্রজন্মের অনুভবকে পাঠকের সামনে পরিবেশন করেছেন ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের সাজানো মোড়কে। পথে ট্রেন বদলের সময় গাড়ির অপেক্ষায় ওয়েটিংরুমে ‘অসামান্য ব্যক্তিটি’র বলা গল্পই বর্তমান কাহিনির প্রকৃত কথা। সরকারি চাকুরিকালে ভারতবর্ষের হাইদ্রাবাদের বরীচ নামক স্থানে তুলার মাশুল আদায়ে নিযুক্ত কর্মচারী হিসেবে তার অভিজ্ঞতার এক অতি-প্রাকৃত (নাকি অলৌকিক কিংবা ঐশ্বরিক) ঘটনার বিবরণ এই ‘ক্ষুধিত পাষাণ’ গল্প। আর গল্পটি শুনতে শুনতে নির্ঘুম রাত পার করেছেন বর্তমান গল্পকথক।
সত্যির পাশাপাশি এই অদৃশ্য-অলৌকিক ব্যাপারাদিও জায়গা করে নিয়েছে সমাজ-মনোবিজ্ঞানের গবেষণার বিষয়ে। তাই ‘ক্ষুধিত পাষাণ’ গল্প-পরিসরে চিত্রিত কাহিনি ও সত্য-অসত্যের বিষয়াদি আমাদেরকে ভাবনার ভিন্নতর দরোজায় নিয়ে যায় বৈ-কি!
মাঝে-মধ্যে সরকারি এই অফিসারের কাছে প্রাচীনপ্রাসাদ-জড়িত ঘটনাদি হাস্যকর মনে হয়েছে। কিন্তু কী এক অপ্রতিরোধ্য টানে তিনি বাড়িটির প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। যেন অজানা কোনো নিয়তি-লিখন তাকে সন্ধ্যা হলেই, অন্ধকার নামলেই প্রাসাদের ‘রহস্যময়তা’র পানে টেনে নিয়ে চলেছে। বিশাল শূন্য বাড়ি, প্রকাণ্ড বাসকক্ষ- সবকিছু মিলিয়ে ‘বিপ্লব’ ও ‘রোমাঞ্চ’ যেন চারিদিক থেকে লোকটিকে ঘিরে ফেলে।
অবশ্য প্রসাদঘেরা অতীতের সব কান্নার ধ্বনি ক্রমাগত ঘনীভুত হয়েছে। বাড়িটি ঘিরে এমন সব আজগুবি ঘটনা ঘটতে থাকে যে শেষপর্যন্ত তুলার মাশুল আদায়কারীর এই সরকারি বাসভবনটি ছেড়ে অফিসঘরে গিয়ে আশ্রয় নিতে হয়। কেননা, এক এক রাতের গোপন-গুমড়ানো বুকফাঁটা কান্না, কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্ন যেন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছিল। অলৌকিকতার আড়াল ভেদ করে যেন তার সামনে সবকিছু ইতিহাসের সত্য হয়ে, অস্তিত্বসমেত (!) নতুন ব্যাখ্যা নিয়ে হাজির হতে থাকে। গল্পকার প্রাসঙ্গিকভাবে- বিষয়টির সামাজিক সমাধানের কিঞ্চিত প্রচেষ্টার পথ ধরে, কাহিনিতে এক পাগলের উপস্থিতি ঘটিয়েছেন। সেই পাগলা মেহের আলি কেবল চিৎকার করে বলে ওঠে: ‘তফাত যাও, তফাত যাও। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়’।
কিন্তু সত্যিই কি সব মিথ্যা? না। মিথ্যার মোড়কে লুকিয়ে আছে রাজা-বাদশাদের, সমাজের প্রভাবশালীদের ভোগ-বিলাস ও অত্যাচারের কাহিনি। যেগুলোকে আমরা নাম দিয়েছি ‘গল্প’! বরীচের এই প্রাসাদঘেরা কথিত অলৌকিক ঘটনার একটা ‘লোকশ্রুত’ ও ‘প্রচলিত’ বিবরণ-ভাষ্য পাওয়া যায় অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁর বর্ণনা থেকে। এক জলঝড়ময় রাতে পাগলপ্রায় তুলার মাশুল-কালেক্টর করিমের কাছে জানতে চায় প্রাসাদের ভেতরে ঘটেচলা অতি-প্রাকৃত ঘটনার হেতু।
অবশ্য গল্পটি আর এগোয় না; এখানেই শেষ হয়ে যায়। কাজেই, সমস্যার কোনো সমাধানের দিকে অগ্রসর হওয়ারও আর কোনো সুযোগ থাকে না। লেখক দেখাচ্ছেন, স্টেশনে ওয়েটিংরুমে চলতে থাকা গল্পের আড্ডাটির সমাপ্তি ঘটে ট্রেন আসার খবরে।
লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ – ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ – ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলার দিকপাল কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তিনি গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সংগীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । নোবেল ফাউন্ডেশন তাঁর এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি “গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ” রূপে।
রবীন্দ্রনাথের জন্ম কলকাতার এক পিরালী ব্রাহ্মণ পরিবারে। মাত্র আট বছর বয়সে প্রথম কবিতা রচনা করেন তিনি। ১৮৮৭ সালে মাত্র ষোলো বছর বয়সে “ভানুসিংহ” ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। সেই বছরই রচনা করেন প্রথম ছোটোগল্প ও প্রথম নাটক। তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা ও ভারতীয় জাতীয়তাবাদীদের সমর্থন করতেন। রবীন্দ্রনাথের দার্শনিক মতাদর্শ বিমূর্ত রয়েছে বহুবর্ণী সৃষ্টিকর্ম ও প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতীর মধ্যে।
রবীন্দ্রনাথ ধ্রুপদি শৈলীর দুরূহতাকে চূর্ণ করে বাংলার শিল্পকলাকে আধুনিক করে তোলেন। তাঁর উপন্যাস, ছোটোগল্প, গান, নৃত্যনাট্য ও প্রবন্ধের উপজীব্য রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়বস্তু। গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, গল্পগুচ্ছ, গীতবিতান, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর কবিতা, গল্প ও উপন্যাস গীতিধর্মিতা, সহজবোধ্যতা, ধ্যানগম্ভীর প্রকৃতিবাদ ও উচ্চমার্গের দার্শনিক চিন্তাধারার জন্য প্রসিদ্ধ। রবীন্দ্রনাথ দুটি সার্বভৌম রাষ্ট্রের জাতীয় সংগীত রচয়িতার বিরল কৃতিত্বের অধিকারী। ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সংগীত “জনগণমন-অধিনায়ক জয় হে ” ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” তাঁর রচনা।
#Bangla_Literature
#Bangla_Short_Stories
#Bangla_Audio_Book
#Bangla_Audio_Stories
★★★★★★★★★★★
এরকম আরও সুন্দর সুন্দর গল্পপাঠ, কবিতা আবৃত্তি, বুক রিভিও, উপন্যাস আলোচনা, প্রবন্ধ পাঠ, গীতিকাব্য পাঠ সহ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বিভিন্ন বিষয় সহজবোধ্য ভাবে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন।
★★★★★★★★★★★
☑ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের জনপ্রিয় সব গল্প শুনুন- [ Ссылка ]
☑ বাংলা সাহিত্যের সুন্দর সুন্দর সব ছোটগল্প এখানে- [ Ссылка ]
☑ স্নাতক চতুর্থ বর্ষের ছোটগল্পসমূহ- [ Ссылка ]
☑ স্নাতক তৃতীয় বর্ষের ছোটগল্পসমূহ- [ Ссылка ]
Ещё видео!