নরসিংদীর পলাশে হাম্বা ফার্মের সাফল্য
সম্পূর্ণ ভিডিও- [ Ссылка ]
======================
শিল্প কারখানায় নরসিংদীর পলাশ উপজেলার খ্যাতি অনেক আগে থেকেই। বাণিজ্য ও শিল্পের প্রসারে এখানকার গ্রামগুলো অনেকটা শহরের মতোই। আমরা চলেছি শীতলক্ষ্যা নদীর তীরে পলাশের ভিরিন্দা গ্রামে। যেতে যেতে কথা হচ্ছিলো হাম্বা ফার্মের প্রতিষ্ঠাতা ইছাদ চৌধুরীর সঙ্গে।
দর্শক, গত এক দশক ধরে লক্ষ্য করছি প্রাণিসম্পদখাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে, বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগ। কোন একটি খাত সম্প্রসারণ এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের নীতি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার প্রমাণ সারা দেশে বেড়েছে গরুর খামারের সংখ্যা। বছর পাঁচ আগেও আমরা কোরবানির গরুর জন্য প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল ছিলাম। এখন নিজেরাই উৎপাদন করছি। ফলে গ্রামে-গঞ্জে এমনকি শহরেও গড়ে উঠছে নানান রকমের খামার।
এটিই হাম্বা ফার্ম। উপর থেকে দেখলে মনে হবে কোন শিল্প কারখানা। এখানে প্রাণিসম্পদ লালন পালনের স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়।
Facebook: [ Ссылка ]
YouTube: [ Ссылка ]
Twitter: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Linkedin: [ Ссылка ]
#SSERAJ
Ещё видео!