দেশের প্রথম মেট্রোরেল কোচ ঢাকায় আসার পথে রয়েছে।
দেশে এসে গেছে মেট্রোরেল। মোংলা থেকে এখন উত্তরার পথে মেট্রোরেল কোচ। আগামী সপ্তাহে উত্তরায় নামানো হবে প্রথম মেট্রোরেল কোচ। এইদিকে প্রায় প্রস্তুত হয়ে উঠেছে মেট্রোরেলের প্রথম দ্বিতীয তৃতীয় ও চতুথ পঞ্চম স্টেশন। এই ৫ স্টেশনে প্রথম মেট্রোরেল চলতে দেখবেন ঢাকাবাসী।
এই করোনা পরিস্থিতিতেও মেট্রোরেরল কাজ চলতে দেখা যাচ্ছে। চলছে লকডাউনের মধ্যেও। উত্তরায এই প্রথম স্টেশনটি কোনকোস ছাদ নিমাণ শেষ হয়েছে। ছাদের নিচে স্টেশনের প্লাটফম দেখা যাচ্ছে। আর মেট্রোরেল লাইন সামনের দিকে চলে গেছে মিরপুর আগারগাঁও পযন্ত।
মেট্রোরেল কতৃপক্ষ জানিয়েছে, নদীপথে কোচ দিয়বাড়ি পোটে নামানো হবে। এরপর লরি ট্রাকে তুলে ডিপোর ভেতরে আনা হবে। এরই মধ্যে লরি ট্রাক কিভাবে কোচ বয়ে নিয়ে আসাবে সেটিও ট্রায়াল দিয়েছে।
কোচ ডিপোর ভেতরে আনার পর বিভিন্ন অংশ সংযোজন করা হবে। এরপর ট্রায়াল ট্রাকের উপর ট্রায়াল রান করবে।
চলতি বছরেই বিজয় দিবসে মেট্রোরেলের অর্ধেক অংশ চালুর লক্ষ্য রয়েছে সরকারের। মেট্রোরেল নির্মাণকারী কর্তৃপক্ষও সে লক্ষ্য সামনে রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছিল। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ এখন বলছে, এ সময়ে মেট্রোরেল চালু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে তারা।
এজন্য চলমান করোনা মহামারীকে দায়ী করা হচ্ছে।
উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢাকার প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬)। প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। কাজ শুরু হয় ২০১৭ সালে। দুই ভাগে নির্মাণকাজ এগিয়ে নেয়া হচ্ছে। এক ভাগে পড়েছে উত্তরা-আগারগাঁও অংশ, আরেক ভাগে আগারগাঁও-মতিঝিল। মতিঝিল থেকে আবার কমলাপুর পর্যন্ত লাইনটি বর্ধিত করার কাজ শুরু হয়েছে। শুরুতে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ ২০১৯ সালের ডিসেম্বরে চালুর কথা জানিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরে তা বাড়িয়ে ২০২০ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। সর্বশেষ এ লক্ষ্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এগিয়ে নেয়া হয়, যা করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তায় পড়েছে।
এখন পর্যন্ত উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬১ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে প্রথম ভাগ উত্তরা-আগারগাঁও অংশের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ শতাংশ। এ অংশে ভায়াডাক্টের পরিমাণ ১১ দশমিক ৭৩ কিলোমিটার, যার পুরোটাই নির্মাণ শেষ। ভায়াডাক্টের ওপর রেলপথ আর বিদুৎ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। নয়টি স্টেশনের সবক’টিরই কাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। যান্ত্রিক, বিদ্যুৎ আর কাঠের কাজ চলমান রয়েছে উত্তরা নর্থ থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে।
দেশে এলো মেট্রোরেল, যেভাবে চলবে
Теги
মেট্রোরেলমেট্রোরেল সর্বশেষ কাজের অগ্রগতিমেট্রোরেল কিভাবে চলেমেট্রোরেল সর্বশেষ আপডেটমেট্রোরেল লাইভমেট্রোরোলের অগ্রগতিমেট্রোরেল উত্তরাঢাকা মেট্রোরেলউত্তরা মতিঝিলদিয়াবাড়ি উত্তরামেট্রোরেল স্টেশনমেট্রোরেল এমআরটিএমআরটি লাইন ৬metrorailmetrorail dhakametro railমেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানমেট্রোরেল প্রকল্পMass Rapid Transit system under construction in Dhaka