Shoishob (শৈশব) - Official lyrics video
Audio & Video Production - Mono Pie Studio
Recorded at - Mono Pie Studio
Mixed & Mastered by Sarbojit Sen
Producer - Sarbojit Sen
Lyrics - Mujibur Rahman Bhuiya
শৈশব
_____________
সেই শৈশবে ফিরে যেতে, মাঝে মাঝে মন কেঁদে ওঠে,
আমাদের ডানপিটে দলটাকে, আজো হাতছানি দিয়ে কে ডাকে !
স্মৃতিগুলো সব রয়ে গেল, আজ আমরা এলোমেলো,
ব্যস্ততার শিকল পড়ে, যান্ত্রিক এ জীবনে রয়েছি পড়ে।
কে কোথায় আছিস বল,
আবারো সেই শৈশবে চল|
নিষ্ঠুর এই সময়ের স্রোতে, যে যার মত গা ভাসিয়ে,
স্বার্থের এক খোলস পড়ে, অতীতকে আজ রয়েছি ভুলে,
সেই স্মৃতি কি আর যায় ভোলা, মনে ঠিকি দেয় দোলা।
কে কোথায় আছিস বল,
আবারো সেই শৈশবে চল|
Band Line up:
Vocals : Tanim.
Piano\Strings : Monty.
Bass : Shakil
Guitars : Taurin.
Drums : Hero.
Band Manager : Agrojoy
Follow us -
Facebook- [ Ссылка ]
#ontohin #shoishob
Ещё видео!