মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় পণ্ডিতেরা হতচকিত, তারপর নানা নতুন বিশ্লেষণে মাথা চুলকোচ্ছেন। কেউ বলছেন, অর্থনীতিই আসল, কেউ বলছেন শরণার্থী সমস্যাই খেলা ঘুরিয়েছে। কিন্তু আসল নির্ণায়ক বোধহয় ট্রাম্পের বেলাগাম কথাবার্তা ও আচার-আচরণ। যেসব কথা সমীচীনতার মাত্রা অতিক্রম করে, তা শুনে সাধারণ মানুষের মনে হয়, আমার কাছের কথা, আপন কথা, সত্যি কথা।
ডাকবাংলা.কম কী?
যাঁরা পড়তে ভালবাসেন, তাঁদের জন্য আছে মৌলিক, অনবদ্য লেখা, শুধুমাত্র ডাকবাংলা.কম-এ।
যাঁরা বাংলা পড়েন না, কিন্তু এই ভাষা শুনতে ভালবাসেন, তাঁদের জন্য আছে ভ্লগ বা ভিডিও লগ, যার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে কবিতা, সামাজিক মাধ্যম থেকে পুরনো কলকাতার গল্প।
বাংলা ভাষার মাধুর্য ফিরে পেতে চান যাঁরা, ডাকবাংলা.কম তাঁদের কাছে ঘরে ফেরার গান। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের কলমে যত্ন-সংকলিত প্রবন্ধ-নিবন্ধ-গল্প-ধারাবাহিক আছে যেমন, অন্য ভাষার লেখাও থাকছে অনুবাদে। আমরা বিশ্ব-সাহিত্যে স্বাগত জানাতে চাই; অনুবাদের মারফৎ নানা ভাষার কল্পনা-চিন্তা-ধারণা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।
শিল্প, শিল্পচিন্তা এবং তার আলোচনা যখন মূলস্রোতের বৈদ্যুতিন মাধ্যমের ভিড়ে ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে, ডাকবাংলা.কম নিয়ে আসছে গতকাল এবং আগামীর গল্প, নাটক, সঙ্গীত, চিত্রশিল্প ও আরও নানাবিধ বিষয়ে।
এ ছাড়া থাকছে ইংরেজি লেখা, বিশেষত তাঁদের জন্য, যাদের জীবনে রয়েছে দুটি ভাষারই সমান্তরাল চর্চা।
Visit us : [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
#daakbangla #chandrilbhattacharya #trump #chandril #economy #viralvideo
Ещё видео!