ময়মনসিংহ (মৈমনসিংহ) গীতিকা - নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা (মহীনের ঘোড়াগুলি)
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন,
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন,
কাইন্দ না কাইন্দ না কইন্যা, না কান্দিও আর !!
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম, তোমার গলার হার গো, তোমার গলার হার!!!
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল উরি !!
তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু
সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু !!
নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা লাগাইলো কলা
সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা
নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী
চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সাড়ি সাড়ি
হাস মারিলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া !!
ভালো করে রাইন্দো বেনুন কাল্যাজিরা দিয়া !!
Ещё видео!