নামাজ ছাড়া কেউ মুসলমান থাকে না,
যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক, প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করে সে-ই মুসলিম। এ আকীদা-বিশ্বাস ও কর্মপদ্ধতির নাম 'ইসলাম' মানব জাতির সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে ও বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছেন এটিই ছিল তাঁদের সবার দীন ও জীবন বিধান
আল বাকারাহ ২০৮) হে ঈমানদারগণ! তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না,কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন ৷
অর্থৎ পরিপূর্ণ মুসলিম হতে হেব। তার পক্ষেই পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব যেকিনা আল্লাহর বিধান পরিপূর্ণ ভাবে মেনে নিয়েছে। নতুবা কাউকে আধা মুসলিম আবার কাউকে একচতুর্থাংশ মুসলিম হয়েই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ যে যতটুকু আল্লাহর হুকুম বর্দারী করবে সে ততটুকু মুসলিম। কিন্তু আল্লাহর কাছে আধা বা এক চতুর্থাংশ মুসলিমের কোন মূল্য নেই। আল্লাহর কাছে তারাই মূল্যয়িত হবে যারা পরিপূর্ণ মুসলিম
#abutohamohammadadnan #deendaily
Ещё видео!