পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক জনঘনত্ববিশিষ্ট রাজ্য। এই রাজ্যে অসংখ্য ছোটো ও মাঝারি আকারের শহর বিদ্যমান। অতীতে, পশ্চিমবঙ্গের অধিবাসীদের আয়ের প্রধান উৎস ছিল কৃষি। এই কারণে সেই সময় রাজ্যের গ্রামীণ জনসংখ্যা অধিক ছিল। যদিও বিংশ শতাব্দীতে পশ্চিমবঙ্গে শিল্পের গুরুত্ব বৃদ্ধি পায় এবং তার ফলে শহরাঞ্চলের জনসংখ্যাও উত্তরোত্তর বাড়তে থাকে।
২০০১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৩৭৫টি শহরকে নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা যায়:
২টি মহানগর এলাকা: কলকাতা, কলকাতা পৌরসংস্থা মূল শহরের দায়িত্বপ্রাপ্ত, বৃহত্তর কলকাতার দায়িত্ব কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির হাতে ন্যস্ত; এবং বর্ধমান (উত্তর) বর্ধমান (পূর্ব) আসানসোল-দুর্গাপুর মহানগর এলাকা।
৭টি পৌরসংস্থা: কলকাতা, আসানসোল, চন্দননগর, দুর্গাপুর, হাওড়া ও শিলিগুড়ি বর্ধমান (পূর্ব)।
আজকের ভিডিওতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি।ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like,Share, Comment করে যাবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।।
#city #westbengal #kolkata #siliguri #berhampore
পশ্চিমবঙ্গের সেরা ১০ টি শহর। Famous 10 City in West Bengal।।।
Теги
jahi fact top 10 cities in west bengalwest bengalbiggest city in west bengaltop 10 biggest cities in west bengaltop 10 best city in west bengalwest bengal city mapcity in west bengalbengaltop 5 city in west bengaltop 10 university in west bengalkolkata cityb class city in west bengalmetropolitan city in west bengaltop 10 colleges in west bengal4th largest city in west bengal3rd largest city in west bengal2nd largest city in west bengal berhampore