গানের শিরোনাম/ Song Title: তুমি শুধু লীলা বোঝ মন বুঝো না || Tumi Shudhu Lila Bujho Mon Bujho Na শিল্পী/Singer: জারিন সাফাদ বৈশাখী || Zarin Sadaf Baishakhy. সুরকার/Composer: ও গীতিকার / Lyricist: বারী সিদ্দিকী || Bari Siddiki
.
বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম,আমার মনের বেদনা, শ্যাম আমার মনের বেদনা... শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝ না... পরকে ভুলাইতে পারো, নিজেও কেমনে ভুলো, তোমার সনে কুঞ্জবনে কি কথা ছিল, শ্যাম কি কথা ছিল আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধুয়ার সাজে না শ্যাম, তুই বন্ধুয়ার সাজে না, শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝ না... মিষ্টি বাশির সুরে সুরে চাহিয়া আমার অন্তরে, বলেছিলে ভুলিবেনা এ জীবন গেলে, শ্যাম এ জীবন গেলে তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা হব না আর মিছে রাধা হব না, শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝ না... বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা, শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝ না...
Ещё видео!