আমি কী দেখিলাম মরা নদীর চরে
একটা সর্পের মাথায় ব্যাঙের নৃত্য
ময়ূর কেমন নাচেরে...
কী দেখিলাম মরা নদীর চরে।
মরা নদীর চরে রে...
সর্পের মাথায় ব্যাঙের নৃত্য
ময়ূর কেমন নাচেরে
কী দেখিলাম মরা নদীর চরে।
বাপে আমায় দেয় নাই জন্ম
জন্ম দিল পরে,
আমার যখন হইল জন্ম
মা ছিল না ঘরে রে...
কী দেখিলাম মরা নদীর চরে!
চোরা গেল চুরি করতে
মালিক পরল ধরা,
হাইকোর্টেতে বিচার চাইলাম
হাকীম তিনজন মরা রে...
কী দেখিলাম মরা নদীর চরে!
হাল গেল পাল গেল নাঙল গেল মাঠে,
বলদ রইল গাভীর পেটে
জল খাবার যায় মাঠেরে...
কী দেখিলাম মরা নদীর চরে!
হাল গেল পাল গেল নাঙল গেল মাঠে
কৃষাণ ভাই আর নাই জন্ম
জল খাবার যায় মাঠেরে...
কী দেখিলাম মরা নদীর চরে!
কী দেখিলাম মরা নদীর চরে ...
একটা সর্পের মাথায় ব্যাঙের নৃত্য
ময়ূর কেন নাচেরে...
কী দেখিলাম মরা নদীর চরে!
কণ্ঠ- বাসুদেব বাউল
Ещё видео!