বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর
বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর
হাটে আইছো কত চালান
লইয়া রে
যাইবা তুমি কী সদাই লইয়া?
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
আইছো হাটে কত চালান লইয়া রে?
যাইবা তুমি কী সদাই লইয়া?
রূপগঞ্জের হাটে এসে সদাই কিনছো কী?
যে সদাই কিনতে আইছো, মনে আছেনি?
রূপগঞ্জের হাটে এসে সদাই কিনছো কী?
যে সদাই কিনতে আইছো, মনে আছেনি?
তোমার ছেলে আর মেয়ে আছে পন্থের দিক চেয়ে
ছেলে আর মেয়ে আছে পন্থের দিক চেয়ে
বাবায় আমার কত কি আনিবে রে
বাবায় আমার কত কি আনিবে
মহাজনের চালান যদি বসে বসে খাও
যাইবার বেলায় ওমন যদি
খালি হাতে যাও
মহাজনের চালান যদি বসে বসে খাও
যাইবার বেলায় ওমন যদি
খালি হাতে যাও
টাকার মহাজন যারা, তোমায় দেবে হাতকড়া
মহাজন যারা, তোমায় দেবে হাতকড়া
পথে পথে ঘুরবে কাঙ্গাল হইয়া রে
পথে পথে ঘুরবে কাঙ্গাল হইয়া
Cover credit
Vocal: Sojib
Ukulele: Alim
Mondira: Ove
Camera: Sakil
বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম Lyrics Music video upload
করা হয়। সুধু মাত্র আপনাদের জন্য,আপনাদের কথা চিন্তা করেই আমরা
ভিডিও গুলা বানিয়ে থাকি।
তাই দয়া করে আমাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।
আর আমাদে ভিডিও গুলা কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না।
তাই একটা লাইক দিয়ে দিবেন। এতে আমরা আরো উৎসাহিত হবো
এবং প্রতি নিয়োত ভিডিও upload করে যাবো।
ধন্যবাদ ❤️
Ещё видео!