এই আলুগুলোকে দেখুন বা এই আলু গুলোকে দেখুন। আলুর এই ধরনের সমস্যা নিয়ে আপনারা অনেকেই ভুক্তভোগী, এই রোগগুলো নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন যখন আলু খোলা হয়। আর এইরকম আলু বাজারে বিক্রি অযোগ্য হয়ে ওঠে। তার সাথে সাথে যখন আপনারা এই রোগটাকে দেখতে পান তখন আপনারা যাই পরিচর্যা নিয়ে থাকেন, না কেন কোনভাবেই এই রোগটাকে ঠিক করতে পেরে উঠতে পারেনি এখনো পর্যন্ত। আলুর মধ্যে এই যে দেখলেন এগুলো হল স্কাব রোগ আপনারা অনেকে দেদো রোগ বলে থাকেন। আর এই রোগ যদি আপনার জমিতে আগেও হয়ে থাকে তাহলে আপনাকে আগে থাকতেই সাবধান হতে হবে এবং তার সাথে প্রথম থেকে পরিচর্যা শুরু করতে হবে।
আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্কার্ব বা দেদো রোগ নিয়ে আলোচনা করব, এ পাশাপাশি আলোচনা করব কি কি পরিচর্যার মাধ্যমে এই রোগগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন।
আলুতে স্ক্যার্ব এমন একটা সমস্যা যা গাছের উপরের অংশে মানে পাতা ডক কান্ড কোন ধরনের রোগের লক্ষণ দেখা যায় না।
তবে গাছে আলু যখন মার্বেল সাইজের চেয়ে একটু বড় হয় তখন আলুর ওপরে স্তর বা স্কিনে গুটি গুটি বাগ ঘামাচির মত দাগ লক্ষ করা যায় এই দাগগুলো লালচে বাদামী বর্ণের হয়ে থাকে। আলুর কন্দের ত্বক থেকে শুরু করে ত্বকের ওপরে গভীর গর্তের মতো ক্ষত অথবা বহিঃ ত্বককে জালিকায় সারিবদ্ধ ফাটল থাকতে পারে। এর ফলে আলু দেখতে খারাপ হয় যার কারণে বাজারে বিক্রি অযোগ্য হয়ে পড়ে।
"স্বীকারোক্তি"
"এই চ্যানেলে প্রচারিত ভিডিও পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: [ Ссылка ]
কীটনাশক পরিচিতি: [ Ссылка ]
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: [ Ссылка ]
আপনার ফসল এবং জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ছবির সহ আপনার সমস্যা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করুন। আমরা সকলে মিলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।
[ Ссылка ]
Facebook
[ Ссылка ]
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: [ Ссылка ]
কীটনাশক পরিচিতি: [ Ссылка ]
#আলু #potato #potatoscad
Ещё видео!