পনের বছর শাসনের পর ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে অনেকটা হুট করেই ক্ষমতা থেকে পতত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক এই পালাবদলের প্রভাব সরাসরি পড়েছে কলকাতার পাইকারি মাছ বাজারে। রপ্তানি নীতি অনুযায়ী, ইলিশ কোন রপ্তানি পন্য নয়, তারপরেও হাসিনা সরকার ভারতে বছরের পর বছর ইলিশ রপ্তানি করে আসছিলো। ভারতে ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যায়। জাতীয় মাছ হলেও বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছিলো না। তবে ছাত্র আন্দোলন এ ভারতে ইলিশ রপ্তানি বন্ধের কারণে বাংলাদেশের ধনি-গরিব সবাই এখন ইলিশ কিনতে পারছে? কিন্তু এ অবস্থা কত দিন থাকবে? বাংলাদেশ কি আবারও ভারতে ইলিশ রপ্তানি করতে? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক...
Ещё видео!