Urgent Receptionist jobs In Tripura 2022
#receptionist_vacancy_tripura#private_jobs_tripura
#tripura_exam_cracker
Telegram Channel Link- [ Ссылка ]
সকলকে নমস্কার, আমাদের এই Tripura Exam Cracker & Jobs Update চ্যানেল এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমরা প্রতিনিয়ত নিয়ে আসি, শুধুমাত্র আপনাদের জন্য নতুন নতুন শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর, এমনকি যারা যারা বিভিন্ন চাকরির জন্য আবেদন করে থাকেন আগত দিনে কি কি পরিক্ষা হবে এবং প্রতিটি পরিক্ষার ডেইট সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনাদের কাছে পৌছে দেবার চেস্টা করি ।
তাছাড়া সেই ইন্টারভিউ এর পরীক্ষার জন্য আমি আমার চ্যানেল এ প্রশ্ন নিয়ে আসি |আমরা প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করি, যেন ভিডিওর বিষয় গুলি আপনাদের কাছে সহজ থেকে সহজতর হয়ে উটে। জীবনে চলার পথে সময় আমাদের কতভাবে না সময় নষ্ট হয়, অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনার মূল্যবান সময় থেকে অপ্ল সময়টুকু দিয়ে ভিডিওটাকে নিজের মত করে দেখার চেষ্টা করবেন,যাতে করে আপনি যেই কাজে যোক্ত হবেন সেই কাজ সম্পর্কে যেন সবকিছু ভালো করে বুঝতে পারবেন। প্রার্থনা করব আপনার সেই সময় যেন আপনার জন্য সফলতা নিয়ে আসে। আজ আমরা যা পেয়েছি এবং যা আপনাদের দিতে পরেছি যেটা সম্ভব হয়েছে আপনাদের একান্ত সহযোগিতায়, পাশে থাকায়। দর্শক ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবেই আমাদের পাশে থাকবেন, এবং কখনো কোথাও যদি নিজের অজান্তেই ভুল করে থাকি তবে মার্জনা করবেন,নিজে ভালো থাকুন ,সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন ভিডিওর বিষয় গুলি ভাল লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের ভালবাসা আমাদেরকে আরও কাজের প্রতি আগ্রহী করে তুলে। সর্বশেষ এই ভিডিওতে আলোচনা করা বিষয় গুলি ডিটেইলস্য়ে বোঝতে অনুগ্রহ করে সম্পুর্ন ভিডিওটি মনযোগ দিয়ে দেখবেন,নমস্কার
Jai Hind ❤
Ещё видео!