Bongoposagor,সাইক্লোন ঝড়ে বঙ্গোপসাগরে জাহাজের কি ভয়ঙ্কর অবস্থা দেখুন উত্তাল বঙ্গোপসাগর থেকে সরাসরি
bongoposagor, Ship in Bongoposagor
Unknown Facts Bengali
This channel is very trust Please Subscribe and share.
৪০ ফুটের ঢেউয়ে ধ্বংস ২০ হাজার জাহাজ, উমপুনে ফিরল ২৮৩ বছরের পুরনো স্মৃতি
১৭৩৭-এর ১১ অক্টোবর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ধেয়ে এসে আছড়ে পড়েছিল সেই ভয়াবহ সাইক্লোন। তার তাণ্ডবলীলায় তছনছ হয়ে গেছিল চারদিক। সাইক্লোনের ঝাপটায় সেদিন গঙ্গায় প্রায় ৪০ ফুট উঁচু ঢেউ উঠেছিল বলে জানা যায়। প্রায় ৬ ঘণ্টা ধরে চলেছিল মুষলধারে বৃষ্টি। ঝড়ের অভিঘাতে ধ্বংস হয়ে গেছিল প্রায় ২০ হাজার জাহাজ। মৃত্যু হয়েছিল ৩ হাজার মানুষের।
এরপর মনে আসে কলকাতায় ১৮৬৪ সালের ৫ অক্টোবরের সাইক্লোনের কথা। সেদিনের ঝড়ের তাণ্ডবলীলায় প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। ধূলিসাৎ হয়ে যায় দু’টি গির্জার চূড়া। খিদিরপুর ডক থেকে নোঙর ছিঁড়ে গঙ্গায় ভেসে যায় বহু জাহাজ। ২০টি জাহাজ গঙ্গায় ডুবে যায় এবং ১৪৫টি জাহাজ বিভিন্ন ঘাটে গিয়ে ধাক্কা মারে। একটি জাহাজ বরানগরে লোচন ঘোষের ঘাটে উঠে পড়ে। দ্বিতীয় জাহাজটি বরানগর জুট মিলের ঘাটে ধাক্কা মারে। তৃতীয়টি বরানগরের কুটিঘাটের কাছে জয়মিত্র কালীবাড়িতে ধাক্কা মেরে একাংশ ভেঙে দেয়।
#bongoposagor #বঙ্গোপসাগর #CycloneInBongoposagor
Ещё видео!