অ্যাংকর ভাট। এটি দুনিয়ার সবচেয়ে বড় মন্দির।
প্রাচীন এই মন্দিরটির স্থাপত্যশৈলী আর বিশালতা হতবাক করে দেয় রীতিমতো।
প্রায় ৯শ বছর আগে এটি হিন্দু মন্দির হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে ধীরে ধীরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়ে যায়। এ কারণে এটি 'হিন্দু-বৌদ্ধ' মন্দির হিসেবেও পরিচিত।
কম্বোডিয়ার সিয়াম রিপ প্রদেশে অবস্থিত মধ্যযুগের এই স্থাপত্য বিস্ময় দেখতে প্রতিদিনই এখানে হুমড়ি খেয়ে পড়েন তাবত দুনিয়ার পর্যটক।
কম্বোডিয়ার পথেপথে ঘুরতে ঘুরতে আমি আর সুরভী চলে এসেছি অ্যাংকর ভাটে। ঘুরে ঘুরে এর স্থাপত্যসৌন্দর্য আর ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে।
Contact :
sumonmcj@yahoo.com
#angkor_wat #biggest_temple #cambodia #angkor #আংকর_ভাট #আংকর_ওয়াট #সবচেয়ে_বড়_মন্দির #মন্দির #কম্বোডিয়া
Ещё видео!