লাভ বার্ড পাখির ডিম পাড়ার পর করণীয় কি | লাভ বার্ড পাখি পালন পদ্ধতি | Love Bird Pakhi Palon
লাভবার্ড পাখি ডিম দিলে আপনার করণীয় কি। ডিমগুলো থেকে যাতে সঠিক ভাবে বাচ্চা উৎপাদন হয় এবং সর্বোচ্চ পরিমাণ বাচ্চা উৎপাদন হয় তার জন্য আপনি কি কি স্টেপ ফলো করতে পারেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে।
লাভবার্ড পাখি সাধারণত তিনটা থেকে ৮ টা ডিম দেয় এবং সেখান থেকে গরে ২-৫ টি বাচ্চা উৎপাদন করতে পারে । আসুন জানি লাভবার্ড পাখি ডিম দিলে আপনার করণীয় কি।
৫, হাড়ি বা ব্রিডিং বক্সের ভেতর যাতে স্যাঁত সাথে ভেজা ময়লা না জমে এটা নিশ্চিত করুন। অনেক সময় পাখির পায়খানার কারণে হাড়ির ভেতরে অনেক বেশি ময়লা জমে যায় নরমালি যদি শুকনো পায়খানা জমে থাকে তবে খুব বেশি সমস্যা নেই। কিন্তু যদি এই পায়খানা ভেজা হয় এবং ডিমের উপর লেপটে থাকে তবে ডিমের ভেতরে থাকা পাখির ভ্রুন শ্বাস নিতে পারে না আর ফলাফল হিসেবে পাখির দিন জমাট বাঁধার আগেই নষ্ট হয়ে যায়। তাই টিপস নাম্বার ওয়ান হলো অতিরিক্ত পায়খানা জমে যায় তবে সেগুলো চেষ্টা করুন বের করে ফেলার তবে অবশ্যই ডিমে হাত দিবেন না অন্ততপক্ষে আপনি যদি অভিজ্ঞ না হন তবে ডিমের হাত দেওয়া ঠিক নয়। ডিমের অতিরিক্ত নাড়াচাড়া হলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হাডির ভেতরে ভেতরে থাকা মল গুলো ডিমে টাচ না করেই পরিষ্কার করে দিতে পারলে সেটা বেটার এতে ডিমে ময়লা লাগার সম্ভাবনা কমে যাবে। আর টিম নষ্ট হওয়ার সম্ভাবনা ও কমবে।
৪, পরবর্তী টিপসটি হল খাচা নাড়াচাড়া করবেন না। ডিম পাড়া অবস্থায় পাখির খাঁচা বার বার নাড়াচাড়া করা ডিম নষ্ট হয়ে বাচ্চা না ফোটার পেছনের একটা বড় কারণ
Ещё видео!