Nazrul Islam wrote the song "Pardesi Megh Jore Fire". In this video, Raghav Chatterjee, a
famous artist of the present generation, sang that song with melody, rhythm and rhythm.
পরদেশি মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশি রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া।
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরুগঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।।
#nazrulGeeti
#raghabChatterjee
#Alagangansonaber
Ещё видео!