একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। আজ এই বিশেষ দিনে রাগা মিউজিক প্রকাশ করছে বাংলা গানের অন্যতম প্রাণপুরুষ হেমন্ত মুখোপাধ্যায়ের স্বকণ্ঠে অবিস্মরণীয় কবি সুকান্ত ভট্টাচার্য রচিত প্রিয়তমাসু কবিতার আবৃত্তি। অপ্রকাশিত এই রেকর্ডিং আপনারা সংগ্রহে রাখবেন এটাই আমাদের আশা।
21st February holds a significant place in the history of all the people who use and love the language Bengali. This day is also known as Sahid Diwas or International Mother Tongue Day. The day, till date carries the wounds and the pride that the struggle for language recognition brought to all the Bengalis. On this occasion, Raga Music takes the opportunity to release an unpublished recording of the recitation of Priyotamasu, a poem written by the renowned poet Sukanta Bhattacharya, in the voice of Hemanta Mukhopadhyay, the legend. Listen to the recitation and save it for later.
Kobita: Priyotamasu
Recitation: Hemanta Mukhopadhyay
Poet: Sukanta Bhattacharya
Arrangement: Manab Mukherjee
Recorded At: Voice Masters Studio Kolkata
Recordist: Nemai Singha Roy
Music Label: Raga Music Communications Pvt.Ltd.
প্রিয়তমাসু
সীমান্তে আজ আমি প্রহরী ।
অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক’রে
আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি –
স্বদেশের সীমানায় ।
ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,
স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে
নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো
দূর্নিবার, অপরাহত রাইফেল হাতে ;
- ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও ।
আজ দেহে আমার সৈনিকের কড়া পোষাক,
হাতে এখনও দূর্জয় রাইফেল,
রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দূর্বহ দম্ভ,
আজ এখনও সীমান্তের প্রহরী আমি ।
আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ,
স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি :
কিছুতেই বুঝি না কী ক’রে এড়াবো তাকে ?
কী ক’রে এড়াবো এই সৈনিকের কড়া পোষাক ?
যুদ্ধ শেষ । মাঠে মাঠে প্রসারিত শান্তি,
চোখে এসে লাগছে তার শীতল হাওয়া,
প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল,
গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোষাক,
রাত্রে চাঁদ ওঠে : আমার চোখে ঘুম নেই ।
তোমাকে ভেবেছি কতদিন,
কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে,
কত গোলা ফাটার মুহূর্তে ।
কতবার অবাধ্য হয়ছে মন,
যুদ্ধজয়ের ফাঁকে ফাঁকে
কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে
তোমার আর তোমাদের ভাবনায় ।
তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে
ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে,
ঝড়ে আর বন্যায়,
মারী আর মড়কের দুঃসহ আঘাতে
বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব ।
আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে
আর এক যুদ্ধক্ষেত্র ।
জানি না আজো, আছ কি নেই,
দূর্ভিক্ষে ফাঁকা আর বন্যায়
তলিয়ে গেছে কিনা ভিটে
জানি না তাও ।
তবু লিখছি তোমাকে আজ :
লিখছি আত্মম্ভর আশায়
ঘরে ফেরার সময় এসে গেছে ।
জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই
মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গলঘটে,
জানি, সম্বর্ধনা রটবে না লোক মুখে,
মিলিত খুশীতে মিলবে না বীরত্বের পুরস্কার ।
তবু, একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে
সে তোমার হৃদয় ।
যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে ;
পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়
আর সামনে নয়,
এবার পেছনে ফেরার পালা ।
পরের জন্য যুদ্ধ করেছি অনেক,
এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে ।
প্রশ্ন করো যদি এত যুদ্ধ ক’রে পেলাম কী ?
উত্তর তার –
তিউনিসিয়ায় পেয়েছি জয়,
ইতালীতে জনগণের বন্ধুত্ব,
ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র ;
আর নিস্কন্টক বার্মায় পেলাম
ঘরে ফেরার তাগাদা ।
আমি যেন সেই বাতিওয়ালা,
যে সন্ধ্যায় রাজপথে – পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য,
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার ।
Please subscribe to our channel for latest updates and releases: [ Ссылка ]
Follow us on Facebook: [ Ссылка ]
Find us at @ragamusickolkata
Visit our website: [ Ссылка ]
Follow us at: [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!