Hey Everyone !! Tilagaon Eco Village (টিলাগাঁও ইকো ভিলেজ) - সারি সারি টিলা আর চা বাগানের মধ্যে স্থাপিত অসাধারণ একটি রিসোর্টের নাম যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও নামক গ্রামে অবস্থিত। আমার কাছে মনে হয় এটি Best Eco Friendly Resort যেখানে মানুষের কলাহোল নেই একদম। চারদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। এই Episode-1 তে আপনারা ঢাকা থেকে টিলাগাঁও রিসোর্ট পর্যন্ত আসার পুরো ভ্রমনটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই রিসোর্টের সবচেয়ে আকর্ষনীয় রুম প্রাইভেট পুল ভিলাতে থাকার সকল আপডেটেড ইনফরমেশন পেয়ে যাবেন।
#Tilagaon #Sylhet #Mahbubur_Rahman_Bipul
👉 FREE Music that I use: [ Ссылка ]
👉 For business, inquiries email me here: mrbipul1988@gmail.com
👉 Facebook Page : [ Ссылка ]
👉 Instagram : [ Ссылка ]
►► টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট – খরচসহ বিস্তারিত তথ্য:
রিসোর্টের অবস্থান: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামে টিলাগাঁও রিসোর্টটি অবস্থিত। শ্রীমঙ্গল থেকে সিএনজিতে (ভানুগাছ রোডে) ১২ কিলো দূরে বটেরতল। বটেরতল থেকে ৩ কিলো ভেতরে টিলাগাঁও ইকো ভিলেজ।
রিসোর্টে যাওয়ার উপায়: বাস বা ট্রেনে করে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। সেখান থেকে সিএনজিতে করে ১৭ কিলো দূরে টিলাগাঁও রিসোর্ট।
► ট্রেনের রুট: (১) ঢাকা – শ্রীমঙ্গল – লাউয়াছড়া বন – বটের তল – টিলাগাঁও (ট্রেন থেকে শ্রীমঙ্গল নামলে) (২) ঢাকা – ভানুগাছ – টিলাগাঁও (ট্রেন থেকে ভানুগাছ নামলে)
যেসব ট্রেন চলেঃ পারাবত, জয়ন্তিকা, উপবন, কালনী
ভাড়াঃ (ঢাকা – শ্রীমঙ্গল) শোভন চেয়ারঃ ২৪০ টাকা, স্নিগ্ধাঃ ৪৬০ টাকা (এসি)
► বাসের রুটঃ ঢাকা – শ্রীমঙ্গল
যেসব বাস চলেঃ এনা, হানিফ, শ্যামলি
ভাড়াঃ ৫৭০ টাকা (নন এসি)
► রিসোর্ট এর রুম ক্যাটাগরী ও ভাড়া: রিসোর্টটিতে রয়েছে ৫টি মাটির ঘর, ৪টি এসি ভিলা এবং একটি প্রাইভেট পুল ভিলা। প্রতিটি কটেজে ২ জন করে থাকতে পারবে। অতিরিক্ত ম্যাট্রেস নিলে আরো ২ জন থাকতে পারবে। মানে, এক রুমে ৪ জন।
কটেজের রেগুলার ভাড়া - মাড হাউজঃ ৫৫০০ টাকা, এসি ভিলাঃ ৭০০০ টাকা, প্রাইভেট পুল ভিলাঃ ১১০০০ টাকা।
► রিসোর্টে খাবার ব্যবস্থা: রিসোর্টের নিজস্ব রান্নাঘর রয়েছে। প্রি-অর্ডারের ভিত্তিতে খাবার পাওয়া যাবে। সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ভাজি, চাটনি, চা (কমপ্লিমেন্টারি) অথবা পরোটা, ডিম ভাজি, সবজি, চা।
দুপুরের খাবার: সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, মুরগী/রুই মাছ/পাবদা মাছ/গরু/খাসি/হাঁসের মাংস = ২৮০ - ৩৫০ টাকা।
রাতের খাবার: সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, মুরগী/রুই মাছ/পাবদা মাছ/গরু/খাসি/হাঁসের মাংস = ২৮০ - ৩৫০ টাকা। অথবা বারবিকিউ(১/৪), পরোটা(৩ পিস), সবজি/বুটের ডাল, সালাদ, সফট ড্রিংকস = ৩০০ টাকা।
►► ফেসবুক পেজঃ [ Ссылка ]
Song: 1. Closer by LiQWYD [ Ссылка ]
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
Free Download / Stream: [ Ссылка ]
Music promoted by Audio Library [ Ссылка ]
👉 Subscribe for more amazing videos: youtube.com/c/MahbuburRahmanBipul
👉 Download and share this video: [ Ссылка ]
THANKS FOR WATCHING !!
Ещё видео!