কম খরচে একদিনে খাগড়াছড়ি ভ্রমন | Khagrachari Day tour plan | স্বর্গের সিঁড়ি , রিসাং ঝর্না ও আলুটিলা
আমরা মূলত জুলাই মাসে খাগড়াছড়ি ভ্রমণ করেছিলাম।আমরা মোট দুইদিন খাগড়াছড়ি ঘুরে ছিলাম।
প্রথম দিন রিসাং ঝর্না,বিকালে আলুটিলা এবং ওইদিন খাগড়াছড়ি শহরে হোটেলে থাকার পর দিন গিয়েছিলাম স্বর্গের সিঁড়িতে।ঘুরে রাতের বাসে করেই আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্য রওনা দিয়েছিলা।
একেত্রে বলে নি এই তিনটি স্পট চাইলেই আপনি একদিনেই ঘুরতে পারবেন,যেটি আমি ভিডিওতে বলে দিয়েছি।আশা করি ভিডিও দেখলে বুঝে যাবেন।
আমাদের খরচ হয়েছে জনপ্রতি ১৮০০ টাকা।
তবে খাগড়াছড়িতে স্বর্গের সিঁড়ি যাওয়ার সময় অবশ্যই স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করবেন।
পাহাড়িদের ভিডিও এবং ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকবেন,যা দেখলাম উনারা এইসব পছন্দ করেন না।
এর বাইরে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বাহ পেইজে নক করতে পারেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For Business Inquiries ,Contact me -
durjoydeysunny@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ভ্রমণ রিলেটেড আপডেট পেতে যুক্ত হয়ে যেতে পারেন আমার ফেসবুক পেইজে -
Facebook page : [ Ссылка ]
***Disclaimer:-
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Durjoy Dey Sunny
#খাগড়াছড়ি #স্বর্গের_সিঁড়ি #রিসাং_ঝর্না #আলুটিলা
Ещё видео!